
সেবা ডেস্ক: বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয়ী করতে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বস্ত্র ও পাটপ্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। মির্জা আজম সকল কর্মীদের ভোটারদের ঘরে ঘরে যাবার আহবান জানিয়ে বলেন, ভোটারদের কাছে বার বার যেতে হবে। কারণ ভোটাররা আমাদের মনিব। আমরা তাদের সেবক। দেশের উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে প্রতিটি ভোটারের কাছে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। মনে রাখতে হবে নৌকা জিতলে বাংলাদেশ জিতবে। দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।
জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বের দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে । এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয়ের বিকল্প নেই। তাই জামালপুর-১ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদকে জেতাতে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে। বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আজ ১২ ডিসেম্বর বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ এ কে এম সরকারি কলেজ মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইস্তিয়াক হোসেন হোসেন দিদারে’র সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ -বকশিগঞ্জ আসনের দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতির এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম’সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।