৩০ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না-স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
৩০ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না-স্বাস্থ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
সরিষাবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম এমপি ঐক্যফ্রন্টের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে এসেছেন, মাঠ ছেড়ে পালাবেন না। ফাউল খেললে জনগন লাল কার্ড দেখাবে। খেলা শুরু হয়ে গেছে, ৩০ ডিসেম্বর ফাইনাল খেলা। এদিন আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না, উন্নয়নের কারনেই শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন।’Ñ শনিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা কলেজ মাঠে আওয়ামী লীগ মনোনিত স্থানীয় এমপি প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ড. কামাল-কাদের সিদ্দিকীর লজ্জা হওয়া উচিৎ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেও তাঁরা সামান্য এমপি হওয়ার লোভে খুনিদের সাথে হাত মিলিয়েছেন। জনগনের ভোটেই তাঁদের চক্রান্ত নস্যাৎ ও বিগত বিএনপি-জামাত জোট সরকারের অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে।’


১৪ দল আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম প্রমুখ।


আওয়ামী লীগের স্থানীয় এমপি প্রার্থী সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি জানতে পেরেছি, ডা. মুরাদ হাসান ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছে। সে আমার ছেলের মতো আর সরিষাবাড়ী আমার নিজের বাড়ির মতো। তাই মুরাদ হাসান পুণরায় এমপি নির্বাচিত হলে সরিষাবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার।’

এমপি প্রার্থী মুরাদ হাসান বলেন, ‘এই জনসভা থেকে ওয়াদা করতে চাই, জীবন বাজি রেখে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে শেখ হাসিনাকে এ আসনের নৌকার বিজয় উপহার দেবো। বিজয়ের মাধ্যমে বিএনপির সন্ত্রাসীদের কবর রচনা করা হবে। রাজাকারের বাচ্চাদের আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে দেওয়া হবে না।’

⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top