
জামালপুর সংবাদদাতা : জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে আতিকুর রহমান বাদশা (৫০)’র মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে ঝিনাই রেল ব্রিজের নিচ থেকে নিহত আতিকুর রহমান বাদশার লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বাদশা ইসলামপুরের গুঠাইলের মৃত আজিজুল হকের ছেলে বলে জানাগেছে।
জামালপুর জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। ভোরে ইসলামপুর ষ্টেশন থেকে আতিকুর রহমান বাদশা লোকাল ট্রেনের ছাদে উঠে আসছিল। ট্রেনটি ঝিনাই রেল ব্রিজ অতিক্রমের সময় ব্রিজের টানায় বাড়ী খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ব্যাপারে জামালপুর জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।