
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় পার্টি ও মহজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বিশাল জন সমাবেশের উদ্যেশ্যে বলেন, পশ্চিম বাঁশখালীর জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে। দীর্ঘ ২৮ বছর বাঁশখালীর রাজনীতির মাঠ থেকে দূরে ছিলাম কিন্তু জনগণের সুখে দুঃখে সবসয় পাশে ছিলাম। এ অঞ্চলের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভালোবাসা আমাকে বার বার কাছে টেনেছে। আগামী ৩০ তারিখের নির্বাচনে ভালবাসার স্বরুপ হিসেবে আমাকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আপনাদের সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিবেন। বৃষ্টিকে উপেক্ষা করে যারা বিশাল সমাবেশে এসেছেন তাদেরকে অনুরোধ করবো ভোট কেন্দ্রে যে কোন রকম অপশক্তির মোকাবেলা করবেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫ টায় বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৬, বাঁশখালী আসনের জাপার মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর লাঙ্গল প্রতিকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপ্রধান মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় পথসভায় বক্তব্য রাখেন এডভোকেট ফিরোজ আহমদ তালুকদার, উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মো. নুরুল ইসলাম, মো. এনামুল হক মানিক প্রমূখ।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।