
সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ফজলুল হকের উদ্যোগে প্রিমিয়ার লীগ ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দিগন্ত স্পোর্টিং ক্লাবের ব্যানারে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা ফজলুল হক খেলা উদ্বোধন করেন।
দিগন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি অজয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক বাবু অজর কুমার ভৌমিক, মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। খেলা পরিচালনা করেন ভাটারা স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক আবুল কালাম।
খেলায় স্বাধীন বাংলা একাদশ ২-১ গোলে বন্ধু মহল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। চ্যাম্পিয়ন দলকে ২২'' এলইডি টিভি ও রানার্সআপকে ২০'' কালার টিভি পুরস্কার দেওয়া হয়। ছবি (০২): সরিষাবাড়ীতে প্রিমিয়ার লীগ ফুটবল খেলায় পুরস্কার বিতরণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ফজলুল হক।
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।