
রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতীকে ভোটারের গণজোয়ার শুরু হয়েছে। সাবেক এমপি ও আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জাকির হোসেনের নির্বাচনী প্রচারনা ও গণসংযোগে ব্যাপক সাড়াও পাচ্ছেন।
গতকাল (সোমবার) ১০ টার দিকে নেতাকর্মীসহ মোটরসাইকেল বহর নিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা শালুর মোড়ে উপস্থিত হন। পরে পায়ে হেটে বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ী, সাধারন মানুষের মাঝে মিশে গিয়ে ভোটারেেদর কাছে কুশল বিনিময়, ভোট প্রার্থনা ও দোয়া চান।
এ সময় জাকির হোসেন বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর রৌমারী,চিলমারী ও রাজিবপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। আমি আওয়ামীলীগ এমপি থাকা অবস্থায়, রাস্তা-ব্রীজ,কালভার্ড, স্কুল,কলেজ,মাদ্রাসাসহ অসংখ্য কাজ করেছি। এখন সামান্য কিছু কাজ বাকি আছে। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিলে অবশিষ্ট কাজগুলো শেষ করবো ইনশআল্লাহ।
এবারে কুড়িগ্রাম-৪আসন থেকে নৌকা প্রতীক নিয়ে দলমত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হিসেবে আবারো কাজ করার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছি। আমি বিশ্বাস করি দীর্ঘ এই পথচলায় আমার প্রতি, জনগণের সমর্থন, দোয়া ও ভালোবাসা অব্যাহত থাকবে। একই সাথে প্রতিজ্ঞা করছি সততা ও পরিশ্রমের মাধ্যমে কুড়িগ্রাম-৪আসনের বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাবো। উল্লেখ্য যে, ২৮,কুড়িগ্রাম-আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর এলাকার জনগণের মধ্যে আস্তা ফিরে এসেছে। গ্রামে-গঞ্জে ভোটাররা দল বেধে অন্য ভোটারদের কাছে ভোট চাইছেন। এতে ব্যাপক সাড়াও পেয়েছেন। এমপি প্রার্থী জাকিরের সাথে রয়েছেন আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, অবসর প্রাপ্ত চাকুরিজীবি লোকজন।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।