নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জামালপুর-৫ আসনের মো. মোজাফ্ফর

S M Ashraful Azom
0
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জামালপুর-৫ আসনের মো. মোজাফ্ফর
প্রতিক নাগ:  আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার মাঝি জেলা আওয়ামী লীগ এর সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। সোমবার দিনব্যাপী জামালপুর সদর উপজেলার বাশচড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে-গ্রামে, বাড়ী-বাড়ী ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং বিভিন্নস্থানে পথসভা করেন তিনি ও আওয়ামী লীগের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

জামালপুর-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়াই করছে মোঃ মোজাফফর হোসেন। নৌকার বিজয় নিশ্চিত করতে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোজাফ্ফর হোসেনসহ তৃনমুল নেতাকর্মীরা জামালপুর সদর উপজেলার বাশচড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে যেয়ে তুলে ধরছে আওয়ামীলীগ সরকারের নানান উন্নয়ন মুলক। ভোটারদের কাছে গিয়ে দোয়া এবং নৌকার ভোট চাইছেন।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকেই প্রচার প্রচারনায় নেমে পড়েন সরকার দলীয় আওয়ামী লীগের প্রার্থী মো. মোজাফ্ফর হোসেন। দলের মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর পরই জামালপুর-৫ আসনের জামালপুর সদর উপজেলার বাশচড়া এলাকায় নৌকার বিজয়ের জন্য নির্বাচনী কার্যক্রম জোরেসোরে শুরু করেন। প্রায় প্রতিদিনই জামালপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নির্বাচনের বিষয়ে বৈঠক করছেন। আবার দলের ব্যানারে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভা করছেন মোজাফ্ফর হোসেন। সুষ্ঠু ভোটের মাধ্যমে আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন তিনি। জামালপুর সদর উপজেলার বাশচড়া ইউনিয়নের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে দেখা করে দোয়া এবং সহযোগিতা চাইছেন মোজাফ্ফর হোসেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহন করছেন তিনি। তবে নির্বাচনের আচরনবিধি মেনেই নির্বাচনী সভা-সমাবেশ বা উঠান বৈঠক করছেন তিনি। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকলেই চোখে পড়ছে নৌকার প্রচার প্রচারনা। নৌকা প্রতীকে ভোট দিয়ে মোজাফ্ফর হোসেনকে নির্বাচিত করার আহ্বান করা হচ্ছে যোগাযোগ মাধ্যমে।
⇘সংবাদদাতা: প্রতিক নাগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top