
ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সমাপনী পরীক্ষার ফল খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার উপজেলা বাহাদীপুর গ্রামে এই ঘটনা ঘটে। বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর নিহত শিক্ষার্থী অন্তরা ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে। তবে এর আগে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যদিও ওই শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসক। এছাড়াও মাঝে মধ্যেই অন্তরা অসুস্থ হয়ে পড়তো বলে হাসপাতালে এসে জানান নিহত অন্তরার মা।
এ প্রসঙ্গে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী পরীক্ষায় ফল খারাপ করায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
এ প্রসঙ্গে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী পরীক্ষায় ফল খারাপ করায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।