
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনে বলেছেন এ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আ.লীগ সরকারকে আবারো নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে বিজয়ী হলে বাংলাদেশের জনগণ আরো বেশি সুখে শান্তিতে থাকবে।
শনিবার বিকেলে পাকুল্যা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছিলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি ছিলিমপুর ইউনিয়নে সকল উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আজ এ ছিলিমপুর ইউনিয়নে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন হয় নাই রাস্তাঘাট,স্কুল,কালভাট, শিক্ষা, কৃষি, গৃহীনদের বাসস্থান সব কিছুই হয়েছে। এ নির্বাচনে বিজয়ী হলে এ ছিলিমপুর ইউনিয়নে সকল মানুষের জীবন যাত্রার মান আরোও উন্নয়ন করা হবে। সবার জন্য শিক্ষা, কৃষি, বাসস্থান ও কর্মের ব্যবস্থা করা হবে।
তিনি নেতা কর্মীদের উদ্যোশ্যে আরোও বলেন, ভোটের দিন সকালেই মহিলা ভোটারদের কেন্দ্রে উপস্থিতি করতে হবে। এ ভোট আ’লীগের বিজয় নিশ্চিত করতে হবে, তাই ভোট কেন্দ্রে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্ঠি করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে রাখতে হবে।
এসময় আরোও বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ। সাংগঠনিক সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম,শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চলায় করেন মো. ইব্রাহীম মোল্লা।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।