বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু- নাসিম

S M Ashraful Azom
0
বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু- নাসিম
গোপালপুর প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নাকে খত দিয়ে মাঠে খেলতে এসেছে। সেটা ভালো কথা, কিন্তু ঠিকভাবে খেলবেন। যদি ফাউল করেন তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে। সেমিফাইনাল খেলায় আপনারা হেরে গেছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় আপনাদের আবারও জনগন ভোট না দিয়ে হারিয়ে দেবে। এবারও জনগন ভোট দিয়ে নৌকার প্রার্থীদের বিজয়ী করবেন। নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস আছে। তবে বিএনপি অনুমোদিতহীন দল জামায়াতে ইসলামকে নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে। অবশ্যই জনগন তাদের বিচার করবে।

শনিবার বিকেলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, জামায়াতরা এখন ছদ্দবেশে বিএনপি’র কর্মী হয়ে নির্বাচনে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভেঙে ও আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। দেশের জনগণ তাদের প্রতিহত করবে। আসন্ন সংসদ নির্বাচনে দেশের জনগণ শেখ হাসিনার পক্ষেই থাকবে। আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আবার পুনঃনির্বাচিত হবেন। বিএনপিকে একটি আত্মস্বীকৃত সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করে তিনি বলেন, প্রতিটি হত্যাকান্ড বিএনপির হাত ধরেই হয়েছে। ২১ আগস্টের পর তিন বছর ক্ষমতায় ছিল তারা। কিন্তু বিচার করেনি। এখন পাপের ফল ভোগ করছে।


২১ আগস্ট গ্রেনেড হামলার ঘোষিত রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জাতিকে নেতৃত্বশূণ্য করার জন্য ওই গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আদালতের এ পর্যবেক্ষণের সঙ্গে পুরো জাতি একমত। এই রায়ের মধ্য দিয়ে বাংলার জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিএনপি একটি সন্ত্রাস লালনকারী রাজনৈতিক দল এটা আজ প্রমাণ হয়েছে। বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। আগামী নির্বাচনে এই সন্ত্রাস লালনকারী দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিএনপি একটি সন্ত্রাসনির্ভর, জঙ্গি সংশ্লিষ্ট দল ; তা প্রমাণ হয়েছে। আগামী নির্বাচনেই জনগণ বিএনপিকে চূড়ান্তভাবে পরাজিত করবে।

উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিস, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর পৌরসভার মেয়র রাকিবুল হক ছানা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। এ জনসভা শেষে তিনি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।

⇘সংবাদদাতা: গোপালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top