![]() |
| সরিষাবাড়ীতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান |
সরিষাবাড়ী প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক এমপি আলহাজ ডা. মুরাদ হাসান ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ করছেন। তাঁর ভোট চেয়ে পথসভা ও উঠান বৈঠকগুলোর জনস্রোতে যেন জনসভায় পরিণত হচ্ছে।
ডা. মুরাদের জনসমর্থনে তাঁর কর্মী, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা দিন দিন বেড়েই চলছে। বিজয়ের সম্ভাবনা নিশ্চিত হওয়ায় কর্ম তৎপরতা বাড়িয়েছে কর্মীরা। শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলার মহাদান ইউনিয়নের বড়শরা গুঠুর মোড় এলাকায় ডা. মুরাদ কয়েকটি পথসভা ও উঠান বৈঠক করলে সেখানে ব্যাপক জনস্রোত চোখে পড়ে।
এ সময় তিনি দোকান-পাট, মোড়, পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগ করে ভোটারদের ভোট প্রার্থনা করেন। পথসভাগুলোতে ডা, মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমএ লতিফ, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, জাতীয় শ্রমিকলীগ আঞ্চলিক শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দুখু প্রমুখ।
এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থেই পুণরায় নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। অতীতের কিছু দুঃখ-কষ্ট থাকলে সব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার নেতৃত্বেই আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপি-জামাত ক্ষমতায় আসলে এ দেশ জঙ্গিবাদ ও দুর্নীতিবাজদের দেশে পরিণত হবে। বাংলাদেশ আবারো অনেক পিছনে পড়ে যাবে।’
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থেই পুণরায় নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। অতীতের কিছু দুঃখ-কষ্ট থাকলে সব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার নেতৃত্বেই আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপি-জামাত ক্ষমতায় আসলে এ দেশ জঙ্গিবাদ ও দুর্নীতিবাজদের দেশে পরিণত হবে। বাংলাদেশ আবারো অনেক পিছনে পড়ে যাবে।’
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।