
টাঙ্গাইল: টাঙ্গাইল প্রেসক্লাবের জমিদাতা ও স্থপতি শেখ হাসিনার সমর্থন দাবি করলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকা মনোনীত প্রার্থী ও দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এবং টাঙ্গাইল প্রেসক্লাব সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী সদস্য, সাধারণ সদস্য ও সহযোগি সদস্যদের সম্মানে নিজ উদ্যোগে আয়োজিত মতবিনিময়কালে এ দাবি জানান দেশের একমাত্র প্রেসক্লাব সদস্য ও জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন। মতবিনিময়ে তিনি উল্লেখ করেন,টাঙ্গাইলবাসিকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি কথায় পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার অন্যতমই ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ। এ ব্যতিতও ঢাকা-টাঙ্গাইল ট্রেন সার্ভিসসহ আর্ত সামাজিক,অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা খাতে সর্বোচ্চ উন্নয়নই পেয়েছেন এ জেলাবাসি।
এছাড়াও তিনি ক্লাবটির সদস্য ও প্রথম দফায় আসনটির আওয়ামীলীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েও তিনি তার সকল প্রতিশ্রুতি রক্ষারও সর্বোচ্চ চেষ্টা করেছেন। এরই ফলশ্রুতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থীতা লাভ করেছেন তিনি।
তিনি সাংবাদিক পরিবারের একজন সদস্য হওয়ার দাবিতে তিনি গত নির্বাচনের মত সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, টাঙ্গাইল নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাসিমুল আখতার শামীম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন। মতবিনিময়ে সাংবাদিকদের স্বপক্ষে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।