![]() |
গুরুতর আহত- ১) পৌরসভা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, ২) মাওলানা শহিদ উল্লাহ |
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ কালে মধ্যম সরল নতুন বাজারের দক্ষিণ পার্শ্বে প্রবাসী ছাবেরের বাড়ির সামনে পৌঁছালে সেখানে একদল দুর্বৃত্তরা এলোপাথারি গুলি বর্ষণ করে।
এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল (৬০), মো. ছগির (৩৩), আনিছ (৩২), নুরুল হক(৩৫), নুর মোহাম্মদ (৩০) আহত হয়েছে বলে জানান।
পৌরসভা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন (৩৫) ও মাওলানা শহিদ উল্লাহ (৩২) গুরুতর আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী বলেন, জাফরুল ইসলামের জনপ্রিয়তাকে ভয় পেয়েই এই হামলা করেছে আওয়ামী লীগ। হাতুড়ি বাহিনী তার নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করছে। তারা ইতোমধ্যে হামলা, হুমকী ধমকী দিয়ে আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ধাওয়া করছে।
⇘সংবাদদাতা: বাঁশখালী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।