
রবিবার সকাল ১১ টায় জামালপুর হাইস্কুল মাঠে নামাজের জানাজা শেষে পৌর গোরস্থানে বাবা-মা’র কবরের পাশে জামালপুরের কৃতিসন্তান দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও গীতিকার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে দাফন করা হয়। তার নামাজের জানাজায় সংসদ সদস্য রেজাউল করিম হীরা ছাড়াও স্থানীয় রাজজনৈতিক, সাংস্কৃতি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জামালপুরের সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে শনিবার রাত ১০টায় ঢাকা থেকে এই গুনী নির্মাতার লাশ নিয়ে আসা হয় জামালপুর শহরের নিজবাড়ি ইকবালপুরে। সেখানে শ্রেষ শ্রদ্ধা জানানো হয় তাকে।
১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা চিত্রপরিচালক আমজাদ হোসেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।