
আশরাফুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৪।
আজ ২১ জানুয়ারী সোমবার জুনদহস্থ দুবলাগাড়ী নামকস্থানে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় শাফি (৪৫) নামে এক হেলপার নিহত হয়। প্রথম সকাল ৮ টায় একটি ভটভটি কে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের ধাক্কায় রাস্তার পাশে পড়ে গিয়ে ৪ জন ভটভটি যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতে সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর গ্রামের ওয়াদুদের ছেলে ১। সফিকুল ইসলাম (৪০),চক সিংহ গ্রামের জসিমউদ্দিনের ছেলে ২। মোজাহিদুল ইসলাম (২৮),সিং জানি গ্রামের রাজা মিয়া ছেলে ৩। রাজু মিয়া (৩৫), ছবেদ আলীর স্ত্রী ৪। রানু বেগম (২৫)।
দ্বিতীয় ঘটনায় পিক ভ্যান থেকে পড়ে গিয়ে নিহত পিক আপ হেলপার শফি মিয়া (৪৫) রংপুর জেলার কাউনিয়া উপজেলার দুধের কুড়ি গ্রামের ওসিউল্লাহর ছেলে।
থানা সূত্রে জানা যায়, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও নিহত শফির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।