
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: "বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রানলায়ের তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় উক্ত সেমিনার, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টারর গোলাম মোস্তফা রুবেলসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীবৃন্দ।
পরে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।