ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা

S M Ashraful Azom
0
ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ীর ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় এ জরিমানা করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলছড়ি হাটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় ও উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান অভিযান চালানোকালে ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামে সাদ্দাম হোসেনের (২৭) মেসার্স সাদ্দাম ট্রেডার্সে ভেজাল সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেন। এসময় সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তার ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা বুঝিয়ে দিয়ে সাদ্দাম মুক্তিলাভ করে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top