ইসলামপুরে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে তৎপর আ’লীগ

S M Ashraful Azom
0
ইসলামপুরে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে তৎপর আ’লীগ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ শেষ হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গেল ৩০ডিসেম্বর নির্বাচনের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল পূনরায় নির্বাচিত হয়েছেন।

সংসদীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে জামালপুর ইসলামপুর উপজেলা নির্বাচনের প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনা। চায়ের দোকানের আড্ডার পাশাপাশি সামাজিক যোগাযোগ সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর ছবি,পোস্টার পোস্ট করছেন।

এছাড়াও চেয়ারম্যান পদে প্রার্থীরা বিভিন্ন এলাকায় ভোটারদের খোজ খবর নিতে শুরু করেছেন।

উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের কাছে জানা যায়- এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হয়নি। তবুও আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা তৎপর হয়ে উঠেছেন। অন্যদিকে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করা না করা নিয়ে সিদ্ধান্ত হীনতায় রয়েছেন।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,সাবেক মেয়র জিয়াউল হক জিয়া। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জামান আবদুন নাছের বাবুল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী। জিয়াউল হক জিয়া-বিগত নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচন করে বিএনপির নিকট পরাজিত হয়েছেন।

তিনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করছেন। ছাত্রলীগ,যুবলীগের সদস্য থেকে শুরু করে যুবলীগ,আওয়ামী লীগের সভাপতি,সম্পাদক  নেতৃত্ব দিয়ে বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রয়েছেন। সদ্য সংসদ নির্বাচনে তিনি এমপি মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জামান আবদুন নাছের বাবুল। তিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান নেতা মরহুম খোরশেদুজ্জামান মিসরি মিয়া পুত্র। তার বাবার আওয়ামী রাজনীতিতে উল্লেখ্য যোগ্য অবদান রয়েছে। পরিবার গত ভাবে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি জামালপুর আইনজীবী সমিতির দুইবার সাবেক সাধারন সম্পাদক ছিলেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাকুছুদুর রহমান আনছারী।

তিনি পূর্বাঞ্চলের মানুষের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী। তিনি বর্তমানে গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্বও পালন করছেন। এর আগেও তিনি সফলতার সাথে প্রায় ১যুগ চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে উপজেলাতে সুনাম অর্জন করেছেন। সমাজে অনাচার রোধ,বাল্য বিয়ে বন্ধ,মাদক নির্মূলে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছেন তিনি। শিক্ষা ও সমাজের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি একাধিক বার বিভিন্ন পদক পেয়েছেন।

ইতিমধ্যে তিনি উপজেলা জুড়ে ব্যানার ফ্যাস্টুন,পোস্টার লাগানো সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও ভোটারদের সাথে মত বিনিময় ও গণ সংযোগ করে ব্যপক প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন।

প্রার্থীরা বিভিন্ন গণ সংযোগ ব্যস্ত থাকলেও জননেত্রী শেখ হাসিনা যাকে  নৌকার মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করার ঘোষনাও দিচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন-স্বাধীনতার পর  এই উপজেলায় তিনবারের এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের ঐক্লান্তিক প্রচেষ্ঠায় ব্যপক উন্নয়ন হয়েছে। অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনের বিশাল ব্যবধানে নৌকার বিজয় অর্জন করায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত।

এছাড়াও দলের জন সমর্থনও বেড়েছে। প্রার্থী ও একাধিক হয়েছে। তবে এলাকার উন্নয়ন,সাংগঠনিক অবকাঠামো উন্নয়ন, নেতাকর্মীদের মূল্যায়নকারী প্রার্থীকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন বলে আমরা বিশ্বাস করি।

⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top