
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ি নাহিদ কে গ্রেফতার করেছে।
১৪ জানুয়ারী সোমবার রাত্রি অনুমান সাড়ে আটটার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার ডিসি অফিসের সামনে গাইবান্ধা হইতে পলাশবাড়ী গামী পাকা রাস্তার উপর কফি সপের সামনে হইতে ইয়াবা ব্যবসায়ী ১। মোঃ নাহিদ(২০) কে ৩০ পিস ইয়াবা সহ আটক করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ি নাহিদ(২০), গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়ার গ্রামের চাঁন মিয়ার ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ৯,০০০/টাকা। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ির বিরুদ্ধে ১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এঘটনায় পরবর্তীতে আসামী নাহিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।