
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর ১০২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সোনামুখী এম মনসুর আলী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনসুর আলীর প্রৌপুত্র সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
স্মৃতি পরিষদের সভাপতি উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জয় তার দাদার কর্মময় জীবনের বর্ণণা দিয়ে বলেন, ‘তাঁর আদর্শ লালন করতে পারলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি যেমন বঙ্গবন্ধুর পাশে থেকে সদ্য স্বাধীন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন তেমনি তার দেখানো পথে আমাদের সামনের পথে চলতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউনিয়ন আলীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুণ, সোহেল রানা ভুট্টো প্রমূখ।
এসময় সোনামুখী ইউনিয়ন আ.লীগের সভাপতি আজগর আলী মন্ডল, সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, যুবলীগ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের সম্পাদক সায়েম তালুকদারসহ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সোনামুখীর নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এম মনসুর আলীর আত্মার শান্তি কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে কাটা হয়।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।