
সোমবার দিনভর শাহপুর, বেলকুচি মহিলা ডিগ্রী কলেজ ও বানিয়াগাঁতীতে কম্বল বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ লতিফ বিশ্বাস।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, দলের নেতা গাজী লুৎফর রহমান মাখন, ভিপি সিরাজুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
তখন লতিফ বিশ্বাস তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবার মানষিকতা নিয়ে সকলের পাশে দাঁড়ানোয় পৃথিবী জুড়ে মানবতার নেত্রী হিসেবে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই এখন তাকে অনুসরন করছে। তাই আমাদের সকলেরই যার যার অবস্থান থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তবেই ইহকাল ও পরোকালে শান্তি মিলবে। পরে ১ হাজার ৭৫০টি কম্বল অসহায়দের মাঝে বিতরন করা হয়।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।