
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী ও জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আব্দুল জব্বারকে আটক করেছে পুলিশ।
নির্বাচনী পোস্টার ছেড়া সহ নাশকতা মামলায় সোমবার সন্ধায় শহরের গোয়ালপারাস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
ঠাকুরগাও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জানান,শহরের গোয়াল পাড়ার নিজ বাসা থেকে শ্রমিক নেতা জব্বারকে আটক করে পুলিশ। তাকে প্রথমে নির্বাচনী প্রচারনার পোস্টার ছেড়ার মামলা দেওয়া হলেও পরে আরো নতুন মামলায় গ্রেফতার দেখানোর চেস্টা করছে পুলিশ।
ঠাকুরগাও সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চিত্ত রঞ্জন দাস জানান,তার বিরুদ্ধে গত নির্বাচনের পোস্টার ছেড়া এবং নাশকতাসহ আরো একাধিক মামলা রয়েছে। তাই তাকে আটক করেছে পুলিশ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।