
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হয়েছে। নিহত ট্রাক চালক গাজীপুরের কালিয়াকৈর কাঠালতলী এলাকার পরিমল সরকারের ছেলে মাহেন্দ্র সরকার(৪৫)।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে দূর্ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, মঙ্গলবার সকালে উপজেলার সরাতৈল এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে অপর আরেকটি উত্তরবঙ্গগামী ট্রাক ধাক্কা দেয়।এতে পেছন দিক থেকে ধাক্কা দেয়া ওই ট্রাকের চালক নিহত হয় এবং ট্রাকের হেলপার আহত হয়। পরে দাড়িয়ে থাকা ট্রাকটি চলে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: মনির হোসেন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।