ড. রাজ্জাক কৃষিমন্ত্রী হওয়ায় বাকিবৃ'তে আনন্দের বন্যা

S M Ashraful Azom
0
ড. রাজ্জাক কৃষিমন্ত্রী হওয়ায় বাকিবৃ'তে আনন্দের বন্যা

সেবা ডেস্ক: কৃষিমন্ত্রী হিসেবে গতকাল শপথগ্রহণ করলেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক এই শিক্ষার্থীকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

কৃষিবিদ হিসেবে কৃষির প্রত্যেকটি বিষয়ই তার জানা রয়েছে বলে দাবি এ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের। কৃষিপ্রধান বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে কৃষিবিদ হিসেবে প্রথমবারের মত কৃষি মন্ত্রাণালয়ের দায়িত্বে আসছেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) পরিচালক অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারী বলেন, সত্যিকার অর্থেই আজ ‌আমাদের গর্ব করার দিন। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান কৃষিবিদকে দায়িত্ব দেওয়ায়।

তিনি মনে করেন, কৃষিতে আমাদের রয়েছে বিরাট সম্ভাবনা। বাকৃবির সাবেক এই শিক্ষার্থীর হাত ধরে বাংলাদেশের কৃষিতে আমূল পরিবর্তন আসবে। কৃষিতে যুগান্তকারী সাফল্যের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা দ্রুতই প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে ২ লাখ ৮০ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতিক নিয়ে সরকার সহিদ পেয়েছেন মাত্র ১৬ হাজার ৪০৬ ভোট।

২০০১ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ড. আব্দুর রাজ্জাক। ২০০৮ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে সরকারের খাদ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. আব্দুর রাজ্জাক। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হয়ে অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আড়াই লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়ে চতুর্থবারের মতো এ আসন থেকে জয়ী হন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top