
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চৌধুরী বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যের আঘাতে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জামি চৌধুরী মর্মান্তিকভাবে আহত হয়।
প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, গত রাত ২টা (আনুমানিক) সময়ে স্ত্রীকে সাথে নিয়ে জামি চৌধুরী ঘুমাচ্ছিলেন। ঘুমের মাঝে তার স্ত্রী তাদের বাসার গ্রীল ভাঙ্গার শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে পরেন। গ্রিল ভেঙ্গে ডাকাতরা যখন ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে তখন তারা দুইজন নিজেদেরকে বিপদ মুক্ত রাখার জন্য ভিতর থেকে তাদের প্রবেশের জন্য বাধা প্রদান করে। বাধা পেয়ে ডাকাতরা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জামি চৌধুরীর হাতে লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় তার হাত ভেঙ্গে যায়। আরেকজন ডাকাত রাম দাঁ দিয়ে জামি চৌধুরীর হাতে আঘাত করলে তার হাত মারাত্মকভাবে যখম হয়। এ সময় তার স্ত্রী ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন তাদেরকে সহযোগীতার জন্য এলে ডাকাতরা কৌশলে পালিয়ে যায়।
জামি চৌধুরীর স্ত্রীকে ডাকাত দলের কাউকে চিনতে পেরেছেন কিনা জিজ্ঞাসা করলে? এর জবাবে তিনি বলেন, সবাই মুখ বেধে এসেছিল তাই কাউকে তেমনভাবে চিনতে পারিনি। কিন্তু তারা সবাই ২০ থেকে ২৫ বছরের বয়সের হবে বলে মনে হচ্ছে। তারা দেওয়ানগঞ্জেরও হতে পারে।
তিনি আরো বলেন, তাদের মধ্য থেকে কাউকে বলতে শুনা যাচ্ছিল জামি চৌধুরীকে একেবারে জানে মেরে ফেলবো। আমরা বাসায় একা থাকি ছেলে মেয়েরা ঢাকায় থাকে। এই সুযোগে কেউ এমনটি ঘটিয়েছে। আমাদের পাশে কামাল চৌধুরীর বাড়ী কিন্তু তারা যেন বাসা থেকে বের হয়ে আমাদের সাহায্য করতে না পারে সে জন্য তাদের বাসার প্রতিটি দরজা আটকিয়ে দেওয়া হয়। আমাদের বাড়িতে হামলা হয়েছে জানতে পেয়ে কালাম চৌধুরী ও তার ছেলে সজল চৌধুরী ফোনের মাধ্যমে এলাকার লোকজনকে ডাকেন এবং থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে আসে।
দেওয়ানগঞ্জ থানার দায়িত্বরত পুলিশ বলেন, তদন্ত শুরু করে দিয়েছি। আসা করছি ডাকাত দলের সদস্যদের দ্রুত চিহ্নিত করতে পারবো।
আহত জামি চৌধুরীকে রাতেই দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তার হাতে ব্যান্ডেস করা হয়েছে। তিনি এখন কিছুটা সুস্থ রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন চিকিৎসকরা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।