
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংর্ঘষে ইসমাইল হোসেন (৩৩) নামে এক হেলপার নিহত এবং পাচঁজন আহত হয়েছেন।
রবিবার সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ইসমাইল হোসেন দুর্ঘটনা কবলিত কার্ভাড ভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাঁচডোহাইর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুর যাচ্ছিলো। পথিমধ্যে চৌকিরঘাট এলাকায় বিপরীতমুখী কাভার্ডভ্যানটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংর্ঘঘ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের হেলপার নিহত হন।
ওই দুর্ঘটনায় বাসের চালকসহ পাঁচজন যাত্রী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত চালক ও যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান হাইওয়ে পুলিশ আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।