
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর পৌর এলাকায় আরো একটি হাই স্কুল স্থাপনের দাবিতে শনিবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ।
এদিন স্কুল প্রতিষ্ঠার দাবীতে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, উপজেলা বাসদের আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, কমরেড আব্দুল আলিম ফকির, ছানোয়ার হোসেন, মোহাম্মদ আলী চান্নু, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রাচীন বিদ্যাপিঠ শাহজাদপুর পাইলট মডেল হাই স্কুলটি এবার সরকারি করণ হওয়ায় এ স্কুলটিতে এবছর থেকে ৬ষ্ঠ শ্রেলীতে সব গুলো শাখা মিলে ১শ’ ২০ জন শিক্ষার্থী ভতির সুযোগ পেয়েছে । স্কুলটি সরকারী হওয়ায় এবার শাহজাদপুর পৌর এলাকার শত শত শিক্ষার্থীরা কোঠার বাইরে কোন ছাত্র ভর্তি হতে পারেনি ।
মানববন্ধন থেকে বক্তারা দাবী তোলেন অবিলম্বে ভর্তি সংকট নিরসনের জন্য শাহজাদপুর পৌর সদরের ৩ টি ওয়ার্ডে হাই স্কুল স্থাপন করা হলেই বিপুল সংখ্যক ছাত্রদের লেখা পড়ার সুযোগ হবে।
⇘সংবাদদাতা: শাহজাদপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।