
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: ‘মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়নেই আমাদের অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করেছেন কেন্দ্রিয় কমিটির সভাপতি মো.সাজ্জাদ হোসেন ও সাধারন সম্পাদক মো. রাশেদুজ্জামান শাহীন।
উক্ত কমিটির সভাপতি মো. মাসুদ পারভেস রুবেল, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, মো. মান্না মেহেদী মিরন, সাধারন সম্পাদক মো.রফিক হাসান রকিব, যুগ্ন-সাধারন সম্পাদক মো. আসিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, অর্থ সম্পাদক মো. রফিক মিয়া, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো.মিজানুর রহমান, প্রকল্প সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াজ মিয়া, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক রাজিব আহমেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুস্তম আলী, আইন, হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মো. নাইমুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. শাহরা খাতুন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মো. রাকিব হোসেন।
সদস্যদের মধ্যে রয়েছে মো. জাহাঙ্গীর আলম, মো. ইমদাদুল হক, মো. ইমান আলী, মো. নুরনবী, মো. মেহেদী হাসান পল্লব, মো. আপেল মিয়া, মো. সোহাগ মিয়া, মো. নাহিদ হাসান ও মো. রবিউল আলম প্রমূখ।
বক্তারা বলেন আমাদের পূর্বসুরি বীর মুক্তিযোদ্ধাদের আরাধ্য ও জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ জাতিগঠনে আমাদের এই কমিটি ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। ২৭ জানুয়ারি (রবিবার) রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কমিটি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।