জাতীয় সংসদে হুইপ হলেন মাহাবুব আরা বেগম গিনি এমপি

S M Ashraful Azom
0
জাতীয় সংসদে হুইপ হলেন মাহাবুব আরা বেগম গিনি এমপি
মাহাবুব আরা বেগম গিনি

আশরাফুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

এর আগে তিনি দশম জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।  ৩০ জানুয়ারী দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গিনির নিয়োগ অনুমোদন করেন বলে জাতীয় সংসদ সচিবালয় সুত্রে জানা গেছে। ইতোমধ্যে দ্বিতীয় মেয়াদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের জন্য গিনির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে জানানো হয়েছে।

গিনি ছাড়াও বর্তমান সংসদে হুইপের দায়িত্ব পেয়েছেন আরও পাঁচজন। তারা হলেন-শেরপুর-১ আসনের মো. আতিউর রহমান আতিক, খুলনা-১ আসনের পঞ্চানন বিশ্বাস, দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম, চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরী ও জয়পুরহাট-২ আসনের আবু সাইদ আল মাহমুদ স্বপন।

একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি হ্যাট্রিক জয় পেয়ে নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি পান ১ লাখ ৮৯ হাজার ৬১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী আব্দুর রশীদ সরকার পান ৬৮ হাজার ৬৭০ ভোট। এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭জন প্রার্থী।

২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি গাইবান্ধা-০২ (সদর) আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সংসদে তিনি সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সংসদ কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সহ-সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। শিক্ষাব্রতী মাহাবুব আরা বেগম গিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিনেট কমিটির সদস্য।

মাহাবুব আরা বেগম গিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ৯ম সংসদে তিনি জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ‘লাইব্রেরী কমিটি’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহাবুব আরা বেগম গিনির জন্ম ১৯৬১ সালের ১ আগষ্ট, গাইবান্ধায়। বাবা আব্দুল মান্নান এবং মা সালমা খাতুন। স্বামী প্রখ্যাত ভাস্কর শাহ মাইনুল ইসলাম শিল্পু।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। বিএমডিসি থেকে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট ডিগ্রীও লাভ করেন তিনি। এছাড়াও ঢাকা শারীরিক শিক্ষা কলেজ থেকে বিপিইএড ইন ফিজিক্যাল এডুকেশন সম্পন্ন করেন।

ছাত্র জীবন থেকেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদশে  সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ক্রীড়া ক্ষেত্রে নিজ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে পরিচিতি লাভ করেন এবং দেশের জন্য সম্মান বয়ে আনেন। তিনি একজন প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮০ সালে লন টেনিসে জাতীয় লীগ চ্যাম্পিয়ন ছিলেন এবং ১৯৮৫ সালে দ্বিতীয় সাফ গেমস এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ও বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেট দলের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৭-৮৮ সালে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগীতায় হার্ডল্স ও ১০০ মিটার রিলেতে স্বর্ণ পদক অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হলের সাংস্কৃতিক সপ্তাহে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন এবং হল ও আন্ত:হল ক্রীড়া প্রতিযোগিতায় ও তিনি চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ ছাত্রলীগের মনোনয়নে হল ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন।

১৯৯১ সালে গাইবান্ধার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য শাহ মাইনুল ইসলাম শিল্পুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নেত্রী। শাহ মাইনুল ইসলাম শিল্পু ব্যক্তিগত জীবনে একজন বিশিষ্ট চারু শিল্পী ও ভাস্কর। মাহাবুব আরা বেগম গিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। বইপড়াা, বিভিন্ন ধরনের ফুলের বাগান তৈরী, মাশরুমসহ বিভিন্ন ধরনের সবজি চাষ, ফলের গাছ রোপন, পাখি পালন এবং গৃহপালিত পশু পালন তাঁর শখ।


⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top