
অভিজিৎ কুমার, ভুঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ভূটিয়া যুব সংঘ কর্তৃক আয়োজিত শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের এ ফাইনাল খেলায় গোপালপুর উপজেলার জোতগোপাল একাদশ রায়ের মাকুল্যা একাদশকে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
১৬ দলের অংশ নেয়া শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্ণামেন্টের এ ফাইনাল খেলায় ভূটিয়া এগ্রো লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: অভিজিৎ কুমার
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।