
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মঙ্গলবার দুপুরে কাওয়ামারা এলাকায় অভিযান চালিয়ে দু’টি বালুভর্তি ট্রাক্টর ও একটি মেশিনসহ অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। আটককৃত ট্রাক্টর তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেলেই তা বন্ধ করা হবে বলেও তিনি জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।