
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচনের অংশ হিসাবে তৃনমূল নেতাদের ভোট গ্রহন। তৃনমূলের ভোটে বিজয়ী হয়েছেন তারুণ্য নির্ভরযোগ্য আপামর জনসাধারণের কাঙ্খিত জনবান্ধব নেতা উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা। লক্ষ প্রানের অনুপ্রেরনা সাজ্জাদুল হক রেজার বিজয়ে উচ্ছাসিত পুরো বেলকুচি উপজেলা বাসী। তৃনমূলের ভোটে বিজয়ী হয়ে তিনি খ্যান্ত থাকেননি। ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
তিনি বলেন, আমি বেলকুচি বাসীর ভালোবাসায় অভিভূত। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি সেই সাথে জনগগনের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। বেলকুচি বাসী আমাকে ভালোবেসে যে স্থানে নিয়ে এসেছে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের ভালোবাসা যেন চিরদিন টিকিয়ে রাখতে পারি। তাদের ভালোবাসা নিয়ে এবং তাদের পাশে থেকে উন্নয়নের জন্য কাজ করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে কাজ করবো ইনশাআল্লাহ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।