রৌমারীর চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা

S M Ashraful Azom
0
রৌমারীর চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা
রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী’র চরাঞ্চলে ভুট্রাচাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ভুট্টাচাষে ব্যাপকভাবে সারা জাগিয়েছে কৃষকগণ। ইতিপূর্বে এই অঞ্চলের মানুষের কৃষিফসল হিসেবে গম, চিনা, মুশুর, মাশডাল, খেসারী, মুগডাল, বাদাম ও সরিষাসহ নানা ফসলের চাষাবাদ হত। উল্লেখিত ফসল চাষে কৃষকের মাঝে অনেকটা অনিহা দেখা দিয়েছে।

এক সময় কৃষি ফসল উৎপাদনে উন্নত প্রশিক্ষন না থাকায় কৃষির তেমন বিপ্লব ঘটেনি। সে সময় বিঘা প্রতি ফলন কম হওয়ায় উৎপাদন অনেকটা বন্ধ করে দেয় কৃষকরা। এদিকে বিকল্প হিসেবে বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উন্নত জাতের উচ্চ ফলনশীল হাইব্রীড জাতের ভুট্টা চাষে মনোনিবেশ করেছেন কৃষকরা। ভুট্টা যদিও কয়েকশ বছর আগের পুরোনো ফসল।

যার উৎপত্তিস্থল মেক্সিকো দেশে। কালের আবর্তে ভুট্টা চাষে আগ্রহ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। যাহা কৃষি বিদদের উন্নত প্রযুক্তি ও উৎভাবনের মাধ্যমে হাইব্রিড ভুট্টা বীজ নামে পরচিত। বাংলাদেশের মানুষ কৃষি নির্ভরশীল।

তাই যুগের সাথে তাল মিলিয়ে ভুট্টাকে কৃষি  সম্ভাবনাময় ফসল হিসেবে বেচে নেয়। যেহেতু ভুট্টা চাষে অল্প পরিশ্রম, স্বল্প খরচে বেশী ফলন পাওয়া যায়। এঅঞ্চলে প্রতি শতকে ২মন ভুট্টা উৎপাদিত হয়। যা উৎপাদনের খরচের চেয়ে দ্বিগুন লাভ হয়।

শুধু তাই নয় ভট্টারকান্ড জ্বালানি, গো-খাদ্য হিসেবে পাতা, ভুট্টার ছোবরা ব্যবহার করা হয়। এছাড়া ভুট্টার আটা, মৎস খাদ্য, মুরগীর খাবার, বিস্কুটসহ নানা তালিকায় রয়েছে। বর্তমানে ভুট্টা কৃষি বিপ্লব ঘটাতে ও কৃষকের অর্থনৈতিক চাহিদা মেটাতে প্রধান অর্থকরী ফসল হিসেবে তালিকায় রয়েছে। রৌমারী নদী-ভাঙ্গন ও বন্যা কবলিত অঞ্চল হওয়ায় ভুট্টা চাষে কদর বেড়েছে। সাধারনত ইরি-বোরো চাষে অনুপযোগী জমিতে ভুট্টার চাষ করা হচ্ছে।

ভুট্টা চাষী হযরত আলী, আঃ ছালাম, ছোরমান আলী, আব্দুল বাদশা, বাহাদুর মিয়া ও নবীন মিয়া জানান, নদী ভাঙ্গনে বন্যার পানির সাথে বালি এসে ইরি-বোরো চাষ অনুপযোগী হওয়ায় ওইসব জমিতে ভুট্টা চাষ করা হচ্ছে, এতে ইরি-বোরোর চেয়ে বেশী লাভবান হওয়ার আশা করছেন তারা।

রৌমারী কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর রৌমারীতে সারে ৩হাজার ৪শ’৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। লাভ ভালো হওয়ায় দিনদিন ভুট্টা চাষে ঝুকছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম আগের চেয়ে বর্তমান ভুট্টা চাষে আগ্রহ হচ্ছে চাষীরা। এবার বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে। আশা করি আগামীতে ভুট্টা চাষ অনেক বেশি হবে।


⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top