সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আজ ২২ জানুয়ারি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড় এলাকায় ট্রাক চাপায় মুন্নাফ সরকার (৫৫) নামে এক প্রিন্টিং প্রেস ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মুন্নাফ সরকার বেলকুচি পৌর এলাকার চন্দন গাঁতী মহল্লার মৃত রওশন আলী সরকারের ছেলে ও মুকুন্দগাঁতী মনোয়ারা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, সকালে কড্ডার মোড় এলকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন মুন্নাফ সরকার।
এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর চহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
⇘সংবাদদাতা: সিরাজগঞ্জ প্রতিনিধি
⇘সংবাদদাতা: সিরাজগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।