
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র শাহরিয়ার ইসলাম ইমন অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে। তারা হলো, রায়হান শেখ (৪০) ও নাসিউল করিম নীরব (১৮)।
মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় ইমনকে অপহরণ করা হয়। অপহরণে ২ ঘণ্টা পর সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে। এর মধ্যে রায়হান স্বেচ্ছাসেবক লীগের ৯নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি এবং নীরব স্বেচ্ছাসেবক লীগ কর্মী।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, শহরের জলেশ্বরীতলার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে ইমন বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল। এসময় শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং কৌশলে ইমনকে আলতাফুন্নেছা খেলার মাঠে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ফোনে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ হাজার টাকা দাবি করে। ইমনের পরিবারের সদস্যরা সদর থানায় বিষয়টি অবহিত করেন। পুলিশ তৎপর হলে তারা ইমনকে ছেড়ে দেয়। বিকেল ৩টার দিকে তাকে শহরের সুত্রাপুর থেকে উদ্ধার করা হয়।
এরপর পুলিশ সন্ধ্যায় শহরের রহমাননগর এলাকায় শহীদ আবদুল জোব্বার ক্লাবে হানা দেয়। সেখান থেকে শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসিমুল বারী নাসিমসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ নাসিমের মাধ্যমে অপহরণে জড়িত রায়হান ও নীরবকে থানায় ডেকে এনে গ্রেফতার করে। পরে নাসিমদের ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রাতে স্কুল ছাত্র শাহরিয়ার ইসলাম ইমনের মা মনিকা ইসলাম বাদি হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী জানান, তার সংগঠনের ওই দুই নেতাকর্মী অপহরণে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছেন। এছাড়া অভিযোগ প্রমাণ হলে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।