
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৮ (১) (ঞ) ধারা অনুযায়ী ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচিত তিন শিক্ষক হলেন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেণ্ট বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. পিনাকী দে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।