
পলাশবাড়ি প্রতিনিধি: আগামী ২৭ জানুয়ারী নৌকায় ভোট প্রার্থনা করে পলাশবাড়ীতে গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকারের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
১৯ জানুয়ারী শনিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পলাশবাড়ী উপজেলার বরিশাল, মহদীপুর সহ সদর ইউনিয়নের বিভিন্ন বাজার স্কুল, মাদ্রাসা,দলীয় নেতৃবৃন্দের বসতবাড়ীতে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে অত্র এলাকার উন্নয়নের স্বার্থে আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ¬ব,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম, শাহ আলম সরকার ছোট বাবাসহ দুই উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলে¬খ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে আসনটিতে ৩০ তারিখের নির্বাচন স্থগিত করে পূণঃতফসিলে ২৭ জানুয়ারী ভোট গ্রহনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন ।
⇘সংবাদদাতা: পলাশবাড়ি প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।