ভালোবাসা দিবসে স্বপ্ন রক্ত দান সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর প্রসংসনীয় উদ্যেগ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:
ভালোবাসা দিবসে স্বপ্ন রক্ত দান সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর প্রসংসনীয় উদ্যেগ


রকি চন্দ্র সাহা, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
 সাম্প্রতিককালে চাঞ্চল্যকার কিছু শিশু হত্যার খবরে দেশবাসী হতবাক হয়েছেন। দেশের প্রতি এমন আচরণ প্রত্যাশিত নয়। এই শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। তারা বেঁচে থাকলে, যোগ্য হয়ে গড়ে উঠলে- দেশ ও জাতি সমৃদ্ধশীল হবে। দেশের মানুষ উপকৃত হবে। তাই তাদেরকে নিরাপত্তার সঙ্গে যোগ্য করে গড়ে তোলার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।  দেশের পরিস্থিতি যখন এমনটাই তখন স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর শাখার সম্বলিত তরুণ তরুণী মিলে সংগঠন থেকে বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিতদের মধ্যে ভালোবাসা বিলিয়ে দিতে আজকের দিনটা কাটিয়েছে সম্পুর্ন ভিন্নভাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে শিশুদের মেধা বিকাশে লক্ষে স্বপ্ন ফাউন্ডেশন চাঁদপুর শাখার সকল সদস্য ও প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি ব্যাতিক্রমী  শিক্ষনীয় কর্মসূচির আয়োজন করেছে।
ভালোবাসা দিবসে স্বপ্ন রক্ত দান সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর প্রসংসনীয় উদ্যেগ

সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা দিবসের সারা দিন ব্যাপী ৬০ জন পথ শিশুকে উন্নত মানে মুরগীর বিরানী খাবার বিতরণ,  প্রায় ৫০০ ব্যাক্তির বিনা মূল্যে  রক্তের গ্রুপ টেষ্ট করা ও রক্ত দান ও গ্রহন বিষয়ে লিপলেট বিতরণ সহ  সাধারণ মানুষকে রক্ত দান বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।

 একটি মানবশিশু একটি পুষ্পতুল্য। পুষ্প যেমন পবিত্র, প্রতিটি শিশু পুষ্পের ন্যায় পবিত্র এবং কলুষমুক্ত। পুষ্প প্রস্ফুটিত হয়ে সে তার সৌরভ-সৌন্দর্যে মানুষকে মুগ্ধ করে। শিশুরাও বড় হয়ে জ্ঞানে-গুনে সমৃদ্ধ হয়ে পৃথিবীকে আলোকিত ও সমৃদ্ধ করে।



 ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে স্বপ্ন রক্ত দান সমাজ কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর শাখার উদ্যেগে সংগঠনের যুগ্ন আহবায়ক  আব্দুল আজিজের পরিচালনায়  সাবেক সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ধারাবাহিক ভাবে সকল কাজ সম্পর্ণ করেন যারা পথশিশুদের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক  খোরশেদ, রিজন,মিথিলা মিথী এবং সার্বিক সহযোগীতা করেন সাবেক অর্থ সম্পাদক রনি পাটওয়ারী বাপ্পি,সদস্য বিন্দু মেহেদী হাছান হৃদয়,জিসানুর রহমান জিসান,রায়হান হোসেন মামুন,আহম্মেদ কবির, রায়হান হোসেন,শিরিন জাহান জেসমিন, মেঘলা,নাজমুন নাহার,মার্জানা,কাকন, নোবেল,নোমেন,ফরহাদ,ইমরান,কামরুল,ইমন,আঃ জলিল জহির,কামরুল, হাবীব সহ অন্যান্য মানব প্রেমীগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top