ভূঞাপুরে চেয়ারম্যান নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছে আ’লীগ নেতা বিদ্যুত

S M Ashraful Azom
0
ভূঞাপুরে চেয়ারম্যান নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছে আ’লীগ নেতা বিদ্যুত
অভিজিৎ ঘোষ, ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুর আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা, চা-স্টল ও হাট-বাজারে দিন-রাত গণসংযোগ করে যাচ্ছে।

এসময় তিনি চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন চাচ্ছেন। আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। এরপর তিনি ইবরাহীম খাঁ সরকারি কলেজের দুইবারের ভিপি, সাবেক পৌর চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে বিদ্যুতকে নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে তার হয়ে মাঠে নেমে পড়েছেন। নেতাকর্মীারা তার হয়ে সাধারন মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও দোয়া চেয়ে যাচ্ছেন।

৯০ দশক পরবর্তীতে প্রতিটি প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহনকারী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত রাজনীতির মাঠে যেমন রয়েছেন অন্যান্য সাধারণ মনোযোগে তেমনি তিনি ভূঞাপুর রাজনীতির মাঠ এবং তার চেনাগন্ডির মধ্যে রয়েছে তার সর্বজন গ্রহনযোগ্যতা। সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দৃুর রাজ্জাক বিদ্যুতের প্রার্থী হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে জানান, এই রকম প্রার্থীই আমরা চাই। ইনিই পারবেন ভূঞাপুর কে আধুনিকায়ন করতে। মাদক, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে।

আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত বলেন, একটি আধুনিক ভূঞাপুর হিসেবে গড়ে তোলাই আমার লোক্ষ্য।ভূঞাপুরকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত ভূঞাপুর হিসেবে গড়ে তুলতে চাই।

২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ১২ অক্টোবর বিএনপি সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার মুক্তির আন্দোলনের একজন কর্মী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করি। ১৯৯৪ সালে সারের দাবিতে পুলিশের গুলিতে নিহতর জন্য ভূঞাপুরে যে দুর্বার আন্দোলনের সূচনা হয়, সেখানে বলিষ্ঠ ভূমিকা পালন করি।

আমি সব সময় জনগনের উন্নয়ন চাই,জনগনের পাশে থাকতে চাই।এবং তাদের কে সাথে নিয়ে জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে জোয়ারের সৈনিক হতেচাই।আমি মোননয়ন পেলে এবং নির্বাচিত হলে ভূঞাপুরে জবাবদিহিতা মূলক রাজনীতিরর পরিবেশ তৈরি করবো।

⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top