
অভিজিৎ ঘোষ, ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কয়েড়া পলশিয়ার মহাশ্মশান ঘাট ও কালীমন্দির এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে মহাশ্মশান ও মন্দিরটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
মন্দির কমিটির সভাপতি জগদীশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সেলিম হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাংবাদিক শাহআলম প্রামানিক, কামাল হোসেন, অভিজিৎ ঘোষ, শিক্ষক সুভাষ পাল প্রমুখ। পরে মন্দির কমিটির পক্ষ থেকে ইউএনও ঝোটন চন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।