বগুড়ায় ফের মাদক বিরোধী অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮

S M Ashraful Azom
0
বগুড়ায় ফের মাদক বিরোধী অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় ফের মাদক বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেন্সিডিল ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বগুড়ায় পুলিশের গণমাধ্যমে শাখার দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৫টি মামলা করা হয়েছে। অভিযানে সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার ৯জনের কাছ থেকেই সবচেয়ে বেশি ২৭৫ পিস ইয়াবাসহ ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ওই ৯জনের বিরুদ্ধে ৭টি মামলা দেওয়া হয়েছে।

বগুড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল।

এর আগে ২০১৮ সালের ১৯ মে সারাদেশের মত বগুড়াতেও মাদক বিরোধী অভিযান শুরু হয়েছিল। ওই অভিযানের প্রাক্কালে জেলায় ছোট-বড় মাদক ব্যবসায়ীদের নিয়ে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পৃথক দুটি তালিকাও করা হয়েছিল। পুলিশের করা তালিকায় ৫০২ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে উলে¬খ করা হয়েছিল। আর র‌্যাবের তালিকায় নাম ছিল ২৫০ জনের। তাদের মধ্যে অর্ধশত ব্যক্তিকে শীর্ষ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

প্রায় দুই মাস ধরে চলা ওই অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ এবং ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ লিটন ওরফে রিগ্যান, ডিপজল ও পুতু নামে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়। অভিযানে অন্তত ৩০০ জনকে গ্রেফতারও করা হয়েছিল। উদ্ধার করা হয়েছিল প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ ৪০০ বোতল ফেন্সিডিল, ২৫ কেজি গাঁজা ও ৩৮ গ্রাম হেরোইন। পুলিশের সাঁড়াশি সেই অভিযানের মুখে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অনেকে পেশা বদল করে ডাকাতি এবং ছিনতাইয়ে জড়িয়ে পড়েছিলেন। তবে তাতেও তাদের শেষ রক্ষা হয়নি। পুলিশ ঠিকই তাদের পাকড়াও করেছে। ওদের মধ্যে অন্তত ৩জন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহতও হয়েছিল।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযান মাদক পুরোপুরি নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত চলবে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top