
তিনি বলেন, বর্তমান সরকার তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ উপজেলা ও জেলা শহরের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করেছে। এছাড়া প্রতিটি বিভাগে মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে।
তিনি আজ ৯ ফেব্রয়ারী শনিবার গাইবান্ধার পৌরসভার উদ্যোগে পৌর চত্বরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে এ কথা বলেন। পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস শাকুর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম আবু হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ।
অনুষ্ঠানে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।