
তাজুল ইসলাম, সারিয়াকান্দি প্রতিনিধি: সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা ও শহীদ দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে পুষ্প¯বক অর্পণের মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি আয়োজন করে।
রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে সারিয়াকান্দি কেন্দ্রীয় শহীদ বেদীতে জাতীয় বগুড়া-১ আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান এমপি ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আল আমিন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাস, মহান বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, আইনজীবি সমিতি, প্রেস ক্লাব, সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাব, নির্বাচন অফিস, উপজেলা ক্লাবসহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রভাত ফেরিতে প্রধান অতিথি উপস্থিত সূধীজনদের নিয়ে রফিক, ছালাম, জব্বার, বকরত ও ত্রিশলক্ষ সম্ভ্রম মা’সহ যারা মাতৃভাষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিন সকালে উপজেলার জোড়গাছা সাংগঠনিক ইউনিয়ন আ’লীগ, জোড়াগাছা উচ্চ বিদ্যালয়, জোড়াগাছা প্রাথমিক বিদ্যালয়, জোড়াগাছা মডেল মহিলা কলেজ, মাতৃছায়া কিন্ডার গার্টেন স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠানের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন করে। এছাড়াও সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জোড়গাছা যুব আত্ম-কর্মসংস্থান সংঘের মেধা যাচাই ও অমর একুশে কুইজ প্রতিযোগীতার অংশ নেয়।
⇘সংবাদদাতা: তাজুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।