
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর।। যথাযোগ্য মর্যাদায় জামালপুরের ইসলামপুরে মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বিশাল প্রভাত ফেরী বের হয়।
প্রভাত ফেরীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।পরে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,ইসলামপুর প্রেসকাব,ইসলামপুর উপজেলা প্রেসকাব,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।