
নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ পুলিশের সর্বোচ্চ পদক-বিপিএম (সেবা) পাওয়ায় গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়াকে মঙ্গলবার গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, সদস্য রজতকান্তি বর্মন ও শেখ হুমায়ন হক্কানী।
প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া গাইবান্ধায় পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকেই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণসহ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এজন্য তিনি গাইবান্ধার জনগণের কাছে ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাঁর সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
⇘সংবাদদাতা: নিজস্ব সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।