![]() |
ভাইস চেয়ারম্যান হতে চান সাংবাদিক পত্নি রোমানা আফরোজ। |
স্থানীয় সূত্রে জানা যায়, রোমানা আফরোজ পেশায় একজন স্কুল শিক্ষক। স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন তিনি। শিক্ষা জীবনে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ধুনটের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আব্দুল গফুর ক্বারীর পুত্রবধূ ও সাংবাদিক আমিনুল ইসলামের শ্রাবণের সহধর্মিনী।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রোমানা আফরোজ শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের উন্নয়নে একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে ভালবাসেন। তারই ধারাবাহিকতায় আগামী ১৮ মার্চে অনুষ্ঠেয় ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোমানা আফরোজ জানান, গ্রামীণ জনপদের নারীরা সমাজের অন্ধকারে বন্দি রয়েছে। শিক্ষার আলো ছাড়া এসব নারীর মুক্তি সম্ভব নয়। তিনি নির্বাচিত হলে ধুনট উপজেলায় নারীর উচ্চ শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতিত ও অবহেলিত নারীর কল্যাণে এবং মাদকমুক্ত উপজেলা গঠনে নিজেকে নিয়োজিত রাখবেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।