
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় সামিনা (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু ও আহত হয়েছে ৬জন। স্বজনরা আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সামিনাকে মৃত বলে ঘোষনা করেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বাতারগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী (শনিবার) সকালের দিকে রৌমারী উপজেলার বাতারগ্রামের আজিবর রহমানের স্ত্রী সামিনা খাতুন নিজ বাড়ির সামনে রাস্তায় দাড়াঁয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটর তাকে ধাক্কা দিলে গুরতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ডা. মোমেনুল ইসলাম হুমায়ুন তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। অপর দিকে অল্প কিছুক্ষনের মধ্যে একই গ্রামের ইজিবাইকের সাথে আরেকটি ট্রাকটরের মুখোমুখি হলে ইজিবাইকটি উল্টে গিয়ে ৬জন আহত হয়। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন, ফুলবানু (৩০) , আবেদ আলী (৫৫), লতিফুল (২৫), ফলেজা (৪৪), ফুল মিয়া (৩৮) ও বিলকিস (২৭)।
এ ব্যাপারে গৃহবধুর স্বামী আজিবর রহমান বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে রৌমারী থানায় অফিসার ইনচার্জ আবু মো. দেলোয়ার হাসান ইনাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।