
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর নাশকতা মামলার পলাতক আসামী নূরনবী (৩৭) কে আটক করেছে থানা পুলিশ।সে উপজেলার কান্দারচর এলাকার মৃত আম করিম শেখের পুত্র।
জানা গেছে,শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের নেতৃত্বে পূর্ব কান্দারচর এলাকা একদল পুলিশ অভিযান চালায়।
এ সময় নাশকতাকারী পলাতক আসামী নূরনবীকে গ্রেফতার করে। সে নির্বাচনে নাশকতা পরিকল্পনা সহ কান্দার চর ভোট কেন্দ্রে নাশকতার মূল পরিকল্পনা কারী।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, নূরনবীর বিরুদ্ধে ইসলামপুর থানায় বিস্ফোরক উপাদানবলি, নাশকতা মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।