
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে শনিবার এ দামে করলা বিক্রি হয়েছে। মাঝে কিছু দিন হাটে করলা আমদানি ছিল না। গত এক সপ্তাহ ধরে হাটে নতুন করলা ওঠেছে। আর এ কারণেই করলার দাম আকাশ চুম্বী। তবে ব্যবসায়ীরা জানান বাজার স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ লাগবে।
শনিবার সকালে উত্তরাঞ্চলের সবচে বড় সবজি হাট বগুড়ার মহাস্থান হাটে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি করলা খুচরা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। পাইকারি বাজারে করলার দাম প্রতিমণ ৩ হাজার ২০০ থেকে ৪০০০ হাজার টাকা। আমদানি কম হবার কারণে দাম অনেক বেশি বলে জানান ব্যবসায়ীরা।
মহাস্থান বাজারের খুচরা সবজি বিক্রেতা ফয়েজ আলী জানান, দেশি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আর হাইব্রিড জাতেরটা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। মানুষ বেশি না কিনে সামান্য করে কিনছেন। আনেকটা ওষুধ খাবার মতো।
মহাস্থান হাটের পাইকারি ক্রেতা মজনু মিয়া বলেন, এখন নতুন করলা বাজারে আসছে। আমদানি কম হবার কারণে দাম কিছুটা বেশি। আমদানি স্বাভাবিক হলে বাজার কমে আসবে।
বগুড়া সদরের লাহিড়ীপাড়া গ্রামের করলা চাষী জোবাইদুর রহমান বলেন, কিছুদিন আগে গাছে করলার জোয়ার ছিল না। এজন্য বাজারে কোনো করলা পাওয়া যায়নি। তবে গত এক সপ্তাহ ধরে নতুন গাছের করলা বাজারে পাওয়া যাচ্ছে। গত এক সপ্তাহে তিনি দুই মণ করলা বিক্রি করে আট হাজার টাকা আয় করেছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, কিছুদিন আগেও করলার সময় ছিল না। কিন্তু গত এক সপ্তাহ ধরে নতুন গাছের করলা বাজারে এসেছে। আর এ কারণে দাম অনেক বেশি। যারা আগে তুলছেন সেই কৃষকরা কিছুটা পয়সা পাচ্ছেন। তবে দু-এক সপ্তাহের মধ্যে পর্যাপ্ত আমদানি হলে দাম কমে যাবে। কালণ এবার করলা ফলন খুব ভালো হয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।