
সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মরণে অরাজনৈতিক সংগঠন ”জোড়গাছা যুব আত্ম-কর্মসংস্থান” এর মেধা যাচাই ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার সকালে (২৫ফেব্রুয়ারি) আলহাজ্ব খবির উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ১৬১টি পুরস্কার তুলেদেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জনাব-শরিফ আহম্মেদ। বিতরণ পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অংশ গ্রহণকারি সকল শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মোনযোগ বসানো সহ ভাল মানুষের মত নিজেদের কে গড়ে তোলার আহ্বান করেন। পরিশেষে তিনি সংগঠনের উত্তরাত্তর কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার, বগুড়া জেলা পরিষদ সদস্য- আনছার আলী মাষ্টার, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জোড়গছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী সাজু, মীম কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান সহ শিক্ষকমন্ডলী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, সংগঠনের সভাপতি মোঃ সোহেল রানা।
⇘সংবাদদাতা: সারিয়াকান্দি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।